অসুস্থ ছাত্রীরা হলো- হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও শহীদগঞ্জ গ্রামের আবুল হোসেনের মেয়ে বর্ষা (১২), রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ও একই এলাকার মিলনের মেয়ে কান্তা (১৩) এবং নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার বেলালের মেয়ে বিউটি (১৩)।
অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবক আয়েশা পারভীন ও মলি বেগম জানায়, দুর্নীতি বিরোধী মানববন্ধন ও শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তারা না খেয়ে সকাল ৭টার দিকে স্কুলে যায়।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রোকন উদ্দিন আকাশ বলেন, সকাল থেকে না খেয়ে রোদে দাঁড়িয়ে থাকায় তারা অসুস্থ হয়ে পড়েছে।
প্রসঙ্গত: দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিশু-কিশোররা অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৭
আরএ