ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মানববন্ধনে গিয়ে অসুস্থ হলো ৩ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
মানববন্ধনে গিয়ে অসুস্থ হলো ৩ শিক্ষার্থী মানববন্ধনে গিয়ে অসুস্থ হলো ৩ শিক্ষার্থী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে দুর্নীতি বিরোধী মানববন্ধন চলাকালে ৩ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে শহরের মুজিব সড়কের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

অসুস্থ ছাত্রীরা হলো- হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও শহীদগঞ্জ গ্রামের আবুল হোসেনের মেয়ে বর্ষা (১২), রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ও একই এলাকার মিলনের মেয়ে কান্তা (১৩) এবং নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার বেলালের মেয়ে বিউটি (১৩)।

অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবক আয়েশা পারভীন ও মলি বেগম জানায়, দুর্নীতি বিরোধী মানববন্ধন ও শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তারা না খেয়ে সকাল ৭টার দিকে স্কুলে যায়।

সকাল ১০টায় মানববন্ধন ও শপথগ্রহণ অনুষ্ঠানের শেষ পর্যায়ে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের সিরাজগঞ্জ জেনারেল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রোকন উদ্দিন আকাশ বলেন, সকাল থেকে না খেয়ে রোদে দাঁড়িয়ে থাকায় তারা অসুস্থ হয়ে পড়েছে।

প্রসঙ্গত: দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিশু-কিশোররা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।