শুক্রবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে খান বাড়ির বাবলু খানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মধ্য কোটগাঁও এলাকার রশিদ মাস্টারের ছেলে মো. মিন্টু (৩৪), পূর্ব দেওভোগ এলাকার মৃত কায়কোবাদ মণ্ডলের ছেলে মো. রবিন (২০) ও পূর্ব দেওভোগ এলাকার শাহজাহান মোল্লার ছেলে মো. সুজন (২৭)।
মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বাংলানিউজকে জানান, খান বাড়ির বাবলু খানের বাড়িতে গোপন বৈঠক চলছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ ওই তিন যুবককে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
আরবি/