শুক্রবার (১০ মার্চ) দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যাতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে র্যাব-৫-এর একটি দল পবার সাইরপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়।
আটকরা হলেন, রাজশাহীর রাজপাড়া থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে নবাব আলী (২৪) ও আশরাফুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম (২৬)।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এসএস/এএটি/আইএ