শুক্রবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের সেমিনার কক্ষে শ্রমজীবী সংঘের ৩য় সম্মেলনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ একথা বলেন।
তিনি বলেন, পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের মুক্ত করতে না পারলে দাসত্ব থেকে বের হওয়া সম্ভব নয়।
শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যমের সাহায্যে শাসকগোষ্ঠী নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করছে উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমে আমরা দেখি সারাদিন সাধারণ মানুষকে বলা হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে, নারীর ক্ষমতায়নসহ নানা কথা। আমরা যদি বুদ্ধি দিয়ে তাদের এই মিথ্যা প্রচারণা না বুঝতে পারি তাহলে এই অন্যায় থেকে নিজেদের বাঁচাতে পারবো না।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশ এখন ধনী ও পুঁজিবাদীদের রাষ্ট্রে পরিণত হয়েছে। এই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার কারণে আজ শ্রমিক শ্রেণী ও দেশের সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি মোদাচ্ছের হোসেন বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শ্রমজীবী সংঘের সহ-সভাপতি মজিবুর রহমান, উপদেষ্টা হামিদুল হক, কমিউনিস্ট ইউনিয়নের সমন্বয়ক ইমাম গাজ্জালী ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমএ/আরআর/এএ