ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
রাজশাহীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে দুর্যোগ প্রস্তুতি দিবস।

শুক্রবার (১০ মার্চ) দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, লিফলেট বিতরণ আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন।

রাজশাহী জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরসহ বিভিন্ন বেসরকারি সংস্থা দিবসটি পালন করে।

রাজশাহী জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের যৌথ উদ্যোগে মহানগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সাহেব বাজার জিরোপয়েন্টসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের নেতৃত্বে ওই শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাহ্ উদ্দিন, রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান, বেসরকারি সংস্থা সিসিভিও’র সাধারণ সম্পাদক সারওয়ার-ই-কামাল স্বপনসহ মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে, দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলার পুঠিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলম, সিনিয়র মৎস্য অফিসার সাহেদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন আল ওয়াদুদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এসএস/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।