শুক্রবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দারিদ্রশূন্য বাংলাদেশ বিনির্মাণ ও এসডিজি-র লক্ষ্য অর্জনে একটি বাড়ি একটি খামার প্রকল্পের এ সভা অনুষ্ঠিত হয়।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. গাউস।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সচিব ড. প্রশান্ত কুমার রায় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক আকবর হোসেন।
কর্মশালায় বরিশাল বিভাগের ৬ জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিআরডিবির উপ-পরিচালক অংশগ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি বলেন, পল্লী উন্নয়ন, ভিক্ষুক মুক্ত জাতি গঠনের কাজের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এজন্য মাঠ প্রর্যায়ে আরো সাড়ে ৫ হাজার জনবল নিয়োগ দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এদেশ দারিদ্র মুক্ত করার জন্য প্রধানমন্ত্রী সর্বক্ষণ চিন্তা ভাবনা করছেন ও কাজ করে যাচ্ছেন। এ প্রকল্পের বরাদ্দ দিয়ে পল্লী এলাকায় সমবায়ের মাধ্যমে দারিদ্র মুক্ত করার কাজ চলবে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এমএস/আরএ