দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার জন্য এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (১০ মার্চ) সকালে বরিশাল জিলা স্কুল মাঠে সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩১টি স্কুল ও মাদ্রাসার এক হাজার ২শ’ শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ করান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম।
এসময় বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. আক্তার হোসেন, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শপথবাক্য পাঠের পর শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী বিভিন্ন স্লোগান সংম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সদর রোডে মানববন্ধন করে।
নতুন প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠা সৃষ্টির লক্ষ্যে এবং দুর্নীতি প্রতিরোধের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কার্যালয়ের পরিচালক মো. আক্তার হোসেন।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমএস/আরবি