ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে জেএমবি সন্দেহে ইউপি সদস্য আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
ময়মনসিংহে জেএমবি সন্দেহে ইউপি সদস্য আটক  ময়মনসিংহে জেএমবি সন্দেহে ইউপি সদস্য আটক-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল হোসেনকে (৪৪) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে আটক করেছে পুলিশ। 

এ সময় তার কাছ থেকে চারটি জিহাদি বই উদ্ধার করা হয়।  

শুক্রবার (১০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাতে নিজ বাড়ি থেকে ইউপি সদস্য বিল্লালকে আটক করা হয়। পরে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বিল্লালের বিরুদ্ধে মামলা করেন।  

বিল্লালের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলাসহ চারটি মামলা রয়েছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭ 
এমএএএম/আরআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।