এ সময় তার কাছ থেকে চারটি জিহাদি বই উদ্ধার করা হয়।
শুক্রবার (১০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাতে নিজ বাড়ি থেকে ইউপি সদস্য বিল্লালকে আটক করা হয়। পরে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বিল্লালের বিরুদ্ধে মামলা করেন।
বিল্লালের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলাসহ চারটি মামলা রয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমএএএম/আরআর/টিআই