ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

আমদানি নির্ভরশীলতা কমিয়ে দেশেই উৎপাদন করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
আমদানি নির্ভরশীলতা কমিয়ে দেশেই উৎপাদন করতে হবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

বরিশাল: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আমদানি নির্ভরশীলতা কমিয়ে আমাদের দেশেই পণ্য উৎপাদন করতে হবে। তাহলে আমদের আর্থিক সাশ্রয় হবে এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে আমরা ভবিষ্যতে পদ্মা সেতুর মতো শত পদ্মা সেতু নিজেরাই তৈরি করতে পারবো।

শুক্রবার (১০ মার্চ) সকালে রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড আয়োজিত এটলাস জংসেন ব্রান্ড মোটরসাইকেলের টেস্ট ড্রাইভ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমু এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, অটোমোবাইল প্রস্তুত ও মেরামতকারী শিল্প বাংলাদেশের অর্থনীতিতে একটি উদীয়মান শিল্পখাত।

জাতীয় শিল্পনীতি ২০১৬ তে এ শিল্পকে অগ্রাধিকারপ্রাপ্ত শিল্পখাতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের উদ্যোগে দেশে আজ নিজস্ব ব্রান্ডের মোটরসাইকেল তৈরি সরকারের অন্যতম লক্ষ্য।

এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরী, এটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল কাসেমসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এমএস/এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।