ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্যোগের বর্ণনা দিয়ে পুরস্কার জিতলো শিশুরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
দুর্যোগের বর্ণনা দিয়ে পুরস্কার জিতলো শিশুরা দুর্যোগের বর্ণনা দিয়ে পুরস্কার জিতলো শিশুরা-ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: চোখের সামনে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা দিয়ে পুরস্কার জিতে নিয়েছে লালমনিরহাটের শিশুরা।

শুক্রবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ হল রুমে এ প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা।

নিজ উপজেলায় ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও তার থেকে পরিত্রাণসহ জীবন এবং সম্পদ রক্ষার উপায় বর্ণনা দিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির অর্ধশত শিক্ষার্থী অংশ নেয় এ প্রতিযোগিতায়। রচনার প্রতিযোগিতার পাশাপাশি ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতাও।

চিত্রাঙ্কনের বিষয়ও ছিল দুর্যোগ থেকে রক্ষার বিভিন্ন কৌশল।
 
প্রতিযোগিতায় বিচারক মণ্ডলী হিসেবে ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, ভাদাই জিএস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন, আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আসাদুজ্জামান রুবেল ও আদিতমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।