আটককৃতরা হলেন- উপজেলার ছোট রাউতা এলাকার রামনাথ (৬১) ও চিকনমাটি এলাকার ছয়ফুল ইসলামের ছেলে আব্দুর রশিদ (৩৪)।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বাংলানিউজকে জানান, সকালে ডোমার বাজার থেকে ১০ পুরিয়া গাঁজাসহ রামনাথকে ও হতে বাসস্ট্যান্ড থেকে ১০ পুরিয়া হেরোইনসহ আব্দুর রশিদকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এনটি