ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ডোমারে দুই মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
ডোমারে দুই মাদক ব্যবসায়ী আটক

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১০ মার্চ) সকালে ডোমার বাজার ও বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার ছোট রাউতা এলাকার রামনাথ (৬১) ও চিকনমাটি এলাকার ছয়ফুল ইসলামের ছেলে আব্দুর রশিদ (৩৪)।  

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‍(ওসি) মোকছেদ আলী বাংলানিউজকে জানান, সকালে ডোমার বাজার থেকে ১০ পুরিয়া গাঁজাসহ রামনাথকে ও  হতে বাসস্ট্যান্ড থেকে ১০ পুরিয়া হেরোইনসহ আব্দুর রশিদকে আটক করা হয়।

 

তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।