কোতোয়ালি থানার সহকারী কমিশনার আসাদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চোর সন্দেহে নারায়ণগঞ্জের বাসিন্দা সোহেল রানাসহ তিনজনকে আটক করা হয়।
সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে নেওয়ার জন্য গেলে পালিয়ে যাওয়ার বিষয়টি টের পায় পুলিশ। আর ওই সময় সেন্ট্রির দায়িত্ব পালন করছিলেন শফিকুর।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের বাংলানিউজকে জানান, এ ঘটনার পর থেকে সোহেলকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমএস/আরবি