ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইগাতীতে মাইক্রোবাস চাপায় যুবক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
ঝিনাইগাতীতে মাইক্রোবাস চাপায় যুবক নিহত 

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাস চাপায় সজল হাজং (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪দিকে ঝিনাইগাতী-গজনী রোড়ের জামতলী নওকুচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সজল জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের সন্তোষ হাজংয়ের ছেলে।

 

পুলিশ জানায়, বিকেলে ঝিনাইগাতী-গজনী রোডের জামতলী নওকুচি এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সজলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।