তাকে ফিরে পেতে পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে শুক্রবার (১০ মার্চ) বাংলানিউজকে জানিয়েছেন তার ভাগ্নে তারেক।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের মতো হাঁটতে বের হলে তিনি আর বাসায় ফিরে আসেননি।
থানায় জিডি করলে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আলীকে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।
মিরপুর-১০ নম্বর সেক্টরের বেনারশি পল্লী এলাকায় পরিবারের সঙ্গে বাস করতেন আব্দুস শহীদ ভূঁইয়া।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমএন/এএটি/টিআই