ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় উন্মুক্ত সাইকেল রেইস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
ভোলায় উন্মুক্ত সাইকেল রেইস ভোলায় উন্মুক্ত সাইকেল রেইস-ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলায় উন্মুক্ত সাইকেল রেইস অনুষ্ঠিত হয়েছে। এ সাইকেল রেইসে ৬০ জন প্রতিযোগী অংশ নেন।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির আওতায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা এ রেইসের আয়োজন করে।

শনিবার (১১ মার্চ) ভোলার ভেলুমিয়া বাজার চত্বর থেকে ভোলা গজনবী স্টেডিয়াম পর্যন্ত (১৫ কিলোমিটার) এ রেইস অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো. ফয়ছেল।

গ্রামীণ জনউন্নয়ন সংস্থার সমন্বয়কারী হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডা. নাছরিন জাহান, গ্রামীণ জনউন্নয়ন সংস্থার ব্যবস্থাপক মো. হাছান ও মো. আলমগীর হোসেন প্রমুখ।

রেইসে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন মো. শাওন, মো. রাশেদ ও মো. শান্ত।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।