জীবিকার তাগিদে প্রতিকূল আবহাওয়ায় সেই কাক ডাকা ভোরেই ঘরের বাইরে বের হতে হয় নিম্ন আয়ের মানুষদের। মাথায় বৃষ্টির পানি নিয়েই ছুটতে হচ্ছে শহরের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে।
শনিবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগের চিত্র নজরে আসে।
শহরের নারী-পুরুষ পেশাজীবী সবাইকে ছাতা মাথায় কর্মস্থলে যেতে দেখা যায়। পলিথিনে নিজেকে মুড়িয়ে রিকশা চালাতে দেখা যায় চালকদের। সুমাইয়া আকতার, উম্মে সালমা ও বিউটি খাতুনসহ একাধিক কলেজছাত্রী বাংলানিউজকে বলেন, অসময়ে বৃষ্টিপাতের কারণে আমরা বিপাকে পড়েছি। সকাল থেকে কয়েক দফা ভেজা হয়েছে।
বাদশা, মফিজ উদ্দিন, আলেফসহ কয়েকজন ব্যাটারিচালিত রিকশা চালক বাংলানিউজকে বলেন, আমরা গরিব মানুষ। রিকশা না চালালে পেটে ভাত যাবে না। তাই গরিবের আর কি-ই বা করার আছে। পলিথিন কিনে রিকশা নিয়ে বের হয়েছি। বগুড়া আবহাওয়া কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম জানান, থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শীত অনুভূত হচ্ছে। কবে নাগাদ এ অবস্থার পরিবর্তন হতে পারে তা অবশ্য জানাতে পারেননি আবহাওয়া কার্যালয়ের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এমবিএইচ/এএটি/এমজেএফ