নাটোর: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাটোরের নলডাঙ্গা উপজেলায় আব্দুস সামাদ (৩৫) নামে একজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বাঁশিলা গ্রামে এ ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) মোস্তাফা কামাল বাংলানিউজকে জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বাঁশিলা গ্রামের আব্দুল কুদ্দুসের সঙ্গে একই এলাকার সাফিউলের বিরোধ চলছিলো।
দুপুরে কুদ্দুসের লোকজন ওই জমিতে গাছ রোপণ শেষে বাড়ি ফিরছিলো। এ সময় প্রতিপক্ষ সাফিউলের ছেলে জুয়েল ও জনি তাদের ওপর হামলা করে আব্দুস সামাদকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এনটি/টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।