ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

নড়াইলে ১০ মাদক ব্যবসায়ীসহ ৪৩ আসামি কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
নড়াইলে ১০ মাদক ব্যবসায়ীসহ ৪৩ আসামি কারাগারে

নড়াইল: নড়াইলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ ৪৩ আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে ‍কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১১ মার্চ) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (১০ মার্চ) দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে সদর থানা পুলিশ ১৩ জন, লোহাগড়া ১৪, কালিয়া নয় ও নড়াগাতি থানা পুলিশ সাতজনকে গ্রেফতার করে।

জেলা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম (এসপি) বাংলানিউজকে জানান, দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে। আটক মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে বিভিন্ন স্থান থেকে ৪৭৫ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।