শনিবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
‘নিরাপদ অভিবাসন এবং মানবপাচার প্রতিরোধ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তিনি বলেন, যতো লোক বিদেশে যাচ্ছে তাদের প্রতি আমাদের তদারকি থাকে। এ ক্ষেত্রে কোন অসুবিধা হওয়ার কথা নয়। সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এগিয়ে আসি। প্রবাসীদের কল্যাণে যতো কাজ করা সম্ভব আমরা সবই করে যাচ্ছি। প্রতারকদের মাধ্যমে কোনো লোক বিদেশ গিয়ে প্রতারিত হওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, দক্ষ লোক গড়ে তুলে বিদেশে পাঠানোর জন্য আমরা ট্রেনিং সেন্টার স্থাপন করেছি। কারণ দক্ষ লোক বিদেশ গেলে তার ভাগ্যের চাকা দ্রুত ঘোরে। তাদের চাকরি নিশ্চিত হয়, তাদের মাধ্যমে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়। যতো কাজ আছে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, আমরা বসে নেই।
অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত বিদেশ গিয়ে প্রতারণার শিকার হওয়া মোট ১৫২ জনকে দেশে ফেরত এনেছে র্যাব। অনুষ্ঠানে এদের মধ্যে থেকে ১০ জনকে ১ লাখ টাকা করে আর্থিক অনুদান দেয় বায়রা।
অনুদানপ্রাপ্তরা হলেন- শাহীনুর বেগম, বিউটি বেগম, রহিমা বেগম, মহিব মোল্লা, মো. মাহবুব আলম, আনোয়ার হোসেন খান, মিন্টু আলী, টুনু মিয়া, ফয়েজ ও সায়েদুল বেপারী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, বায়রার সভাপতি বেনজীর আহমদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
পিএম/আরআইএস/আরআই