ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে র‌্যাবের ভুয়া মেজর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
দিনাজপুরে র‌্যাবের ভুয়া মেজর আটক

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার কমলপুর সীমান্ত এলাকায় মো. সিফাত (২৫) নামে র‌্যাবের এক ভুয়া মেজরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় দিনাজপুর সদর উপজেলার কমলপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সিফাত দিনাজপুর শহরের বাসিন্দা।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের এএসপি খন্দকার গোলাম মোর্ত্তুজা বাংলানিউজকে জানান, সিফাতকে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে কমলপুর বাজার এলাকায় এক ব্যবসায়ীর কাছে র‌্যাবের মেজর পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করেন। পরে সংবাদ পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।