শনিবার (১১ মার্চ) বিকেলে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আওলাদ জান চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে নেতারা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সেক্রেটারি জেনারেল মো. মোজাম্মেল, ভাইস প্রেসিডেন্ট মিজান আই মান্নান, এস এম তারেক খান, নাসির উল্লাহ ভূঁইয়া ও ফাইন্যান্স সেক্রেটারি নুরুজ্জামান দেওয়ান প্রমুখ।
পরে বঙ্গবন্ধু গবেষণা ও প্রকাশনা পরিষদের নেতারা বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আরবি/