ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঋণের চাপে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
ঋণের চাপে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা সোহেল মিয়া মাদকাসক্ত ছিলেন। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঋণের চাপে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সোহেল মিয়া (২৮) নামে এক যুবক।

শনিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের তারুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোহেল মিয়াকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে এবং বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, তারুনিয়া গ্রামের পুলিশে কর্মরত মো. আলতাফ হোসেনের ছেলে সোহেল মিয়া মাদকাসক্ত ছিলেন।

তিনি মাদকের জন্য আশপাশের অনেকের কাছ থেকে টাকা ঋণ করেছেন বলে জানান প্রতিবেশীরা। ঋণের টাকা পরিশোধের জন্য সোহেলের ওপর অব্যাহত চাপ ছিলো।

শনিবার সকালে ২০ হাজার টাকার জন্য বাড়িতে এসে চাপ দেয় প্রতিবেশী মিনা বেগম নামে এক বিধবা নারী।

ঋণের চাপ সইতে না পেরে দুপুরে পরিবারের দৃষ্টির অগোচরে বাড়ির পেছনের জঙ্গলে গিয়ে নিজের গা গাছের সঙ্গে বেঁধে পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেন।

আগুন সারা শরীরে ছড়িয়ে পড়লে সোহেলের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।

জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মাওলা বাংলানিউজকে জানান, মাদকাসক্ত সোহেল ঋণের চাপেই আত্মহত্যার চেষ্টা করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।