শনিবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শ্যামল জেলার পত্নীতলা উপজেলার বাসখোলা গ্রামের গোপাল চন্দ্রের ছেলে।
শ্যামলের বন্ধুরা বাংলানিউজকে জানান, শুক্রবার (১০ মার্চ) রাতে পূর্ব বিরোধের জের ধরে পলিটেকনিক এলাকায় শ্যামলকে কয়েকজন যুবক উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে শ্যামলের পেটে মারাত্মক জখম হলে শনিবার সকালে তাকে রামেকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, শ্যামলের মৃত্যুর ঘটনা জানাজানি হলে তার সহপাঠীরা দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় ছাত্ররা ঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসিসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক বাংলানিউজকে জানান, এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরই মধ্যে তথ্য উদঘাটনে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শামসুল আলম বাংলানিউজকে জানান, ঘটনার পর থেকেই পলিটেকনিক এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আরবি/টিআই