শনিবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মঈন সদর উপজেলার শ্রীনদী ইউনিয়নের বাইলেরচর গ্রামের হোসেন ফকিরের ছেলে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর মোর্শেদ বাংলানিউজকে জানান, বিকেল ৩টার দিকে কুমার নদে গোসল করতে যায় মঈন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে স্থানীয়রা মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আরবি/এইচএ/