শনিবার (১১ মার্চ) দুপুরে ময়মনসিংহের একটি ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে চরাঞ্চলবাসীর পক্ষে ময়মনসিংহ বিভাগের প্রশাসনিক ও নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বসতভিটা রক্ষা কমিটির ‘বিকল্প’ প্রস্তাব অনুযায়ী চার ইউনিয়নে সমহারে জমি অধিগ্রহণ করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বসতভিটা রক্ষা কমিটির আহবায়ক ও ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল সৈয়দ মোশাররফ হোসেন বাচ্চু।
‘প্রস্তাবিত’ ও ‘বিকল্প’ নকশা অনুযায়ী শহর গড়ার বিভিন্ন দিক উপস্থাপন করেন চরসিরতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এ সময় ময়মনসিংহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, সিপিবির জেলা সভাপতি কমরেড অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, মহিলা পরিষদের জেলা সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, চরদুর্গাপুর গ্রামের মাওলানা ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ের তিনটি ইউনিয়নের চার হাজার ৩৩৬ একর ভূমি নিয়ে ময়মনসিংহ বিভাগীয় শহর বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। যা বাস্তবায়িত হলে ১৭ হাজার পরিবারের ৬০ হাজার মানুষ, ২৮ হাজার বাড়িঘর, ৪৭৫টি পারিবারিক কবরস্থান, ৩০টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি হাইস্কুল, ৬টি ঈদগাহ মাঠ, ৫টি বাজার, ৪৭টি মসজিদ, ২৫টি মাদ্রাসা, চারটি মন্দির, দু’টি মাজারসহ বৃক্ষরাজি ধ্বংসস্তূপে পরিণত হবে।
এদিকে, প্রস্তাবিত শহরে প্রায় ৬০টি আবাসিক ভবন, ১২/১৩টি পার্ক, ১৭/১৮টি সরকারি অফিস, ৫/৬টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি গলফ খেলার মাঠসহ আধুনিক স্থাপনা নির্মিত হবে। যা কতটুকু বাস্তবসম্মত তা ভেবে দেখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এমএএএম/আরআইএস/টিআই