ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি

জাতীয় সংসদ ভবন থেকে: মহান মুক্তিযুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। সেইসঙ্গে বাংলাদেশে যারা পাকিস্তানের দোসর হিসেবে কাজ করছেন তাদের চিরতরে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। ২৫ মার্চ গণহত্যা দিবস ঘোষণার জন্য উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা এই দাবি ও প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (১১ মার্চ) বিকেল প্রস্তাব উত্থাপন করেন জাসদ সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার।

আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস ঘোষণার যে প্রস্তাব আনা হয়েছে সেটা সংসদে গৃহীত হবে।

তবে এই প্রস্তাব ভণ্ডুলের জন্য আবার চক্রান্ত হতে পারে।
 
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, এই লড়াইয়ে আমাদের জিততে হবে। পাকিস্তানকে গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। পাকিস্তানের কাছে পাওনা ৩৫ হাজার কোটি টাকা বাংলাদেশকে আদায় করতে হবে।
 
আলোচনায় আরও অংশ নেন, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, কর্নেল (অব.) শওকত আলী, নুরুল মজিদ হুমায়ুন, ক্যাপটেন এ বি তাজুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পঞ্চানন বিশ্বাস, কাজী রোজী, জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর, হাজেরা সুলতানা ও স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল মতিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসএম/এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।