ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় জঙ্গি সংগঠনের সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
হাতীবান্ধায় জঙ্গি সংগঠনের সদস্য গ্রেফতার

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায়‍ জঙ্গি সংগঠনের সদস্য মেহেদী হাসান মিজানকে (২০) গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটি)।

শনিবার (১১ মার্চ) বিকেল ৫টায় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিজান ওই উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার দুলাল হোসেনের ছেলে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিজানকে টংভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মিজানকে গ্রেফতার করা হয়।

মিজান জঙ্গি সংগঠনের সদস্য এবং দিনাজপুর জেলার ইসকন ও কান্তজির মন্দিরে বোমা হামলাকারী প্রধান আসামি মোসাব্বের ওরফে মোসাব্বির আলম খন্দকারের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে গত বছরের ২ আগস্ট হাতীবান্ধা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে বলে জানান তিনি।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে জানান, মিজানকে সন্ধ্যায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।