ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

শিশু আদনান হত্যায় আরও ২ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
শিশু আদনান হত্যায় আরও ২ জন গ্রেফতার

ঢাকা: রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবির হত্যা মামলায় আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ দু’জন হলেন- নুর আলম (১৯) ও আব্দুল করিম (২০)।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী থানাধীন পাগাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সংশ্লিষ্ট থানার পরিদর্শক (অপারেশন) শাহ আলম বাংলানিউজকে জানান, আদনান হত্যার ঘটনায় পুলিশের হাতে থাকা ভিডিও ফুটেজ দেখে দু’জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।

আদনান হত্যা মামলায় এ নিয়ে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান পরিদর্শক।

উত্তরায় কিশোর-তরুণদের ফেসবুকভিত্তিক গ্যাং গড়ে তোলা এবং সেসবের প্রভাব বিস্তারের দ্বন্দ্বে গত ৬ জানুয়ারি বিকেলে প্রতিপক্ষের সদস্যদের চাপাতি ও হকিস্টিকের আঘাতে খুন হয় আদনান।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
পিএম/ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।