শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী থানাধীন পাগাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
সংশ্লিষ্ট থানার পরিদর্শক (অপারেশন) শাহ আলম বাংলানিউজকে জানান, আদনান হত্যার ঘটনায় পুলিশের হাতে থাকা ভিডিও ফুটেজ দেখে দু’জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
আদনান হত্যা মামলায় এ নিয়ে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান পরিদর্শক।
উত্তরায় কিশোর-তরুণদের ফেসবুকভিত্তিক গ্যাং গড়ে তোলা এবং সেসবের প্রভাব বিস্তারের দ্বন্দ্বে গত ৬ জানুয়ারি বিকেলে প্রতিপক্ষের সদস্যদের চাপাতি ও হকিস্টিকের আঘাতে খুন হয় আদনান।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
পিএম/ওএইচ/এইচএ/