ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
বগুড়ায় ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি আজিজুল হক কলেজ এলাকা থেকে করতোয়া ব্রিজ পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

শনিবার (১১ মার্চ) দিনভর সরকারি আজিজুল হক কলেজ এলাকা থেকে করতোয়া ব্রিজ পর্যন্ত এলাকায় এ অভিযান চালানো হয়।  

রাজশাহী বিভাগীয় পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার খায়রুল আনাম এবং প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. আব্দুল মান্নানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে।

 

এসময় রেলওয়ের প্রধান প্রকৌশলী রমজান আলী, বগুড়ার স্টেশন মাস্টার বেনজুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

রেলওয়ে বগুড়ার স্টেশন মাস্টার মো. বেনজুরুল ইসলামই বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, রেললাইনের আশপাশে দিয়ে জায়গা দখল করে প্রচুর অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনার কারণে রেল চলাচলে সমস্যা হয়। রেল চলাচল নির্বিঘ্ন রাখতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে জিআরবি পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক ‍আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।