ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসবের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
কুষ্টিয়ায় লালন স্মরণোৎসবের উদ্বোধন কুষ্টিয়ায় লালন স্মরণোৎসবের উদ্বোধন

কুষ্টিয়া: ‘আর কি হবে এমন জনম’ এই শ্লোগানকে সামনে রেখে সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ’র তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) রাত ৮টায় কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন মঞ্চে এ স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফারুক হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া কোর্টের জিপি অ্যাডভোকেট আ.স.ম আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজাল আলী খাঁন, লালন মাজারে খাদেম মহাম্মদ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।