শনিবার (১১ মার্চ) রাত ৮টায় কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন মঞ্চে এ স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফারুক হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া কোর্টের জিপি অ্যাডভোকেট আ.স.ম আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজাল আলী খাঁন, লালন মাজারে খাদেম মহাম্মদ আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এনটি