ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

পায়ুপথে হেরোইন আসতো ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
পায়ুপথে হেরোইন আসতো ঢাকায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন

ঢাকা: মাদক ব্যবসায়ীরা পায়ুপথে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন এনে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার ( ডিবি উত্তর) শেখ নাজমুল আলম।

শনিবার (১১ মার্চ) দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শেখ নাজমুল আলম বলেন, হোটেল রেডিসন ‘ব্লু’ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. আক্তারুজ্জামানকে গ্রেফতার করা হয়।

এছাড়াও কমলাপুর রেলস্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড হতে জহুরুল ইসলাম, রিতা বেগম ও জাহানারাকে ৫শ’ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা রাজশাহী জেলার সীমান্তবর্তী উপজেলা গোদাগাড়ী হতে হেরোইন ক্রয় করে তা অভিনব কায়দায় পায়ুপথে বহন করে তা রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করতো।

তিনি আরও বলেন, আক্তারুজ্জামানের কাছ থেকে প্রথমে ২শ’ গ্রাম ও পরে আরো ৩শ’ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পায়ুপথে করে পলিথিনে মোড়ানো অবস্থায় এসব হেরোইন ঢাকায় নিয়ে আসতো সে। এই কাজে আক্তারকে সহযোগিতা করত জহুরুল, রিতা ও জাহানারা।

গ্রেফতারকৃতরা অনেক দিন ধরেই এই কাজের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শেখ নাজমুল আলম।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আরএটি/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।