ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

শেবাচিম হোস্টেলে বহিরাগত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
শেবাচিম হোস্টেলে বহিরাগত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার শেবাচিম হোস্টেলে বহিরাগত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের ইন্টার্নি ডক্টর্স হোস্টেলে অভিযান চালিয়ে আলমগীর নামে বহিরাগত একজনকে আটক করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১১ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়। এ সময় একটি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদকদ্রব্য সেবনের বিভিন্ন সরঞ্জমাদি জব্দ করা হয়।

বরিশাল কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) আবু তাহের বাংলানিউজকে জানান, হোস্টেল থেকে আটক বহিরাগতের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ইন্টার্ন ডক্টরস হোস্টেলে বহিরাগতরা অবস্থান করার দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিলো। এর পরিপ্রেক্ষিতে দুপুরে হোস্টেলে আকস্মিকভাবে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।

এদিকে, শুক্রবার রাত ১১টার দিকে ইন্টার্ন চিকিৎসক সেতুর ওপর হামলা চালায় ছিনতাইকারী দলের একটি চক্র। এ সময় তারা ছুরি ঠেকিয়ে সেতুর সঙ্গে থাকা সবকিছু লুটে নেয়। পরে ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
এমএস/এনটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।