ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা শেরপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার বিরাকৈর আদর্শ হাইস্কুলে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  

শনিবার (১১ মার্চ) বিকেলে স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
স্কুল পরিচালনা কমিটির সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি হাবিবর রহমান।


 
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কারণ শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। স্বনির্ভর জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান সুবোধ চন্দ্র, সাবেক চেয়ারম্যান সাজাহান আলী সাজা, দুলাল হোসেন, আবু তালেব আকন্দ, রইচ উদ্দিন, প্রধান শিক্ষক ইফতেখার আহম্মেদ প্রমুখ।
 
শেষে প্রধান অতিথি জিপিএ-৫ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।
 
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এমবিএইচ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।