প্রস্তাবে বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর সংঘটিত গণহত্যাকে স্মরণ করে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করা হোক এবং আন্তর্জাতিকভাবে এ দিবসের স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হোক।
এর আগে বিকেল ৩টা ১৫মিনিটে প্রস্তাবটি উত্থাপন করেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।
এ প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ যে গণহত্যা হয়, তা থেমে থাকেনি, ১৬ ডিসেম্বর বিজয় পর্যন্ত চলেছে। ২৫ মার্চ যে পাকিস্তানি বাহিনী গণহত্যা চালিয়েছে তার কোনো প্রমাণ লাগে না। সারাবিশ্বের পত্র-পত্রিকায় এই গণহত্যার কথা বলা হয়েছে। আমরা নিজের চোখে এই গণহত্যার চিত্র দেখেছি। এই ধরনের গণহত্যা যাতে আর কখনও না হয়- সেটা আমরা চাই। এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা আহ্বান জানাচ্ছি। পরে স্পিকার প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তার গ্রহণ করা হয়।
**গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে আন্তর্জাতিক প্রচারের আহ্বান
** `বড় দু:খ বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করতে পারিনি’
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসএম/এসকে/টিআই