শনিবার (১১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, বর্তমানে ওই বাসযাত্রীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আমান উল্লাহ জানান, আটক আবদুস সালাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে। তার কাছ থেকে একলাখ ৯৮ হাজার জাল রুপি উদ্ধার করা হয়েছে। তিনি শিবগঞ্জ থেকে বাসে রাজশাহী আসছিলেন।
এপিবিএন সদস্যরা বাস থামিয়ে তাকে তল্লাশি করার সময় জাল রুপিগুলো উদ্ধার করা হয় বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসএস/এএ