শনিবার (১১ মার্চ) রাত দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়ক তীব্র জানজটের সৃষ্টি হয়ে।
পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের সঙ্গে আমাদের প্রক্টরের কথা হয়েছে। তিনি এ ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।
এ আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের অবরোধ উঠিয়ে নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর করেছে- এমন তথ্যের ভিত্তিতে জাবি শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কঅবরোধ করে।
বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এএ