ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বিচারের আশ্বাসে অবরোধ উঠিয়ে নিলো জাবি শিক্ষার্থীরা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
বিচারের আশ্বাসে অবরোধ উঠিয়ে নিলো জাবি শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিচারের আশ্বাসে ঢাকা-আরিচা মহাসড়কের অবরোধ উঠিয়ে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (১১ মার্চ) রাত দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়ক তীব্র জানজটের সৃষ্টি হয়ে।

ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী।

পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের সঙ্গে আমাদের প্রক্টরের কথা হয়েছে। তিনি এ  ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।

এ আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের অবরোধ উঠিয়ে নেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর করেছে- এমন তথ্যের ভিত্তিতে জাবি শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কঅবরোধ করে।

বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।