রোববার (১২ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের এমএম কলেজ দক্ষিণ গেট সংলগ্ন 'তামিন ছাত্রাবাস' থেকে তাকে আটক করা হয়। মানিক মণ্ডল যশোর শহরের ষষ্ঠিতলাপাড়া এলাকার শ্যামল মণ্ডলের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ‘তামিন ছাত্রাবাসে’ অভিযান চালিয়ে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ২৫টি হাত বোমা, একটি চাইনিজ কুড়াল, দু’টি দা ও বোমা তৈরির সরঞ্জামসহ সন্ত্রাসী মানিককে আটক করা হয়। কী কাজে এতোগুলো হাত বোমা ও অস্ত্র-গুলি রাখা হয়েছেলি তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
আরএ