রোববার (১২ মার্চ) বিকেল সোয়া ৪টায় ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার (১০ মার্চ) নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা আব্দুর রউফের ব্রেন স্ট্রোক হয়। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।
সোমবার (১৩ মার্চ) নামাজে জানাজা শেষে তার নিজ গ্রামের বাড়ি কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে রাস্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। যশোর ক্যান্টেম্যান্ট থেকে সেনাবাহিনীর একটি দল তাকে গার্ড অব অনার দেবেন।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
আরএ