ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

দোলযাত্রা উপলক্ষে বিজিবিকে মিষ্টি দিল বিএসএফ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
দোলযাত্রা উপলক্ষে বিজিবিকে মিষ্টি দিল বিএসএফ দোলযাত্রা উপলক্ষে বিজিবিকে মিষ্টি দিল বিএসএফ-ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দোলযাত্রা উপলক্ষে দিনাজপুর হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। এসময় দুই বাহিনীর মধ্যে কুশল বিনিময় হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হিলি চেকপোস্ট শূন্য রেখায় বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর খাদ ডিবি বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার মাহবুব আলমের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এসময় সেখানে দুই বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসএফের মালদা সেক্টরের ডিআইজির পক্ষ থেকে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার, ভারতের পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন ও ফুলবাড়ি-২৯ ব্যাটালিয়নের অধিনায়ককে ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার বরাবর সর্বমোট চার প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. মাহবুব আলম বাংলানিউজকে জানান, দোল উৎসব উপলক্ষে বিএসএফ মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। বিজিবির পক্ষ থেকে তাদের উৎসবের শুভেচ্ছা জানিয়েছি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।