সোমবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর কুমার রায় এ আদেশ দেন।
ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রিগান বাংলানিউজকে জানান, উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড রোববার (১২ মার্চ) রাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালায়।
পরে সকাল ১১টার দিকে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক ১০ জেলেকে ২৮ দিন করে কারাদণ্ডাদেশ ও ছয় জেলেকে পাঁচ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
আরবি/