ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভেদরগঞ্জে ১৬ জেলের জেল-জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ভেদরগঞ্জে ১৬ জেলের জেল-জরিমানা

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৬ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর কুমার রায় এ আদেশ দেন।

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রিগান বাংলানিউজকে জানান, উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড রোববার (১২ মার্চ) রাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালায়।

এসময় ভেদরগঞ্জে পদ্মা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৬ জেলেকে আটক, পাঁচটি ইঞ্জিন চালিত নৌকা, পাঁচ হাজার মিটার জাল ও ৭০ কেজি জাটকা জব্দ করা হয়।

পরে সকাল ১১টার দিকে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক ১০ জেলেকে ২৮ দিন করে কারাদণ্ডাদেশ ও ছয় জেলেকে পাঁচ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।