ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

কর্পোরেশনের অনুমোদিত মূলধন নির্ধারণ করবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
কর্পোরেশনের অনুমোদিত মূলধন নির্ধারণ করবে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক। ছবি: পিআইডি

ঢাকা: কর্পোরেশনের অনুমোদিত মূলধন কী পরিমাণ হবে তা সরকারের হাতে রেখে ‘বাংলাদেশ শিল্পপ্রতিষ্ঠান জাতীয়করণ আইন-২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৩ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১৯৭২ সালে রাষ্ট্রপতির ১৬ নম্বর আদেশের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হয়।

পরবর্তীতে এর সাথে আরও কিছু সংশোধনী আনা হয়। এটি ইংরেজিতে ছিল এবং অনেকগুলো অধ্যাদেশ সংযোজিত ছিল।
 
খসড়ার পরিবর্তনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেট্রোবাংলা ছিল, পেট্রোবাংলাকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ পেট্রোবাংলা আলাদা মন্ত্রণালয়ে চলে গেছে, এজন্য বাদ দেওয়া হয়েছে।
 
তিনি আরও বলেন, পাট ও বস্ত্র এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন যে কর্পোরেশনগুলো আছে সেগুলোর সঙ্গে আলাপ করে যাচাই করে এখানে আনা হয়েছে।
 
কর্পোরেশনের অনুমোদিত মূলধন কী পরিমাণ হবে তা সরকারের হাতে রাখা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
 
বিএডিসি আইন অনুমোদন
‘বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন আইন- ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 
বিএডিসি বা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন আইনটি ১৯৬১ সালের জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটি ইংরেজিতে ছিল, এখন বাংলায় অনুবাদ করে নতুনভাবে আনা হয়েছে। এখানে তেমন কোন পরিবর্তন আনা হয়নি। তবে অপ্রয়োজনীয় কিছু ধারা বাদ দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমআইএইচ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।