ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

পাবনায় দুই জঙ্গি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
পাবনায় দুই জঙ্গি সদস্য গ্রেফতার

পাবনা: পাবনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই শীর্ষ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) ভোরে শহরের রাধানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের রাধানগর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে জিয়াউল করিম সুজন ও একই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, পুলিশের হেডকোয়ার্টারে তালিকাভুক্ত শীর্ষ জঙ্গি সুজন ও শফিকুলকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল।

সোমবার ভোরে শহরের রাধানগর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনাসহ দেশের বিভিন্ন থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। দুই জঙ্গিকে আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।