গ্রেফতারকৃতরা হলেন- শহরের রাধানগর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে জিয়াউল করিম সুজন ও একই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, পুলিশের হেডকোয়ার্টারে তালিকাভুক্ত শীর্ষ জঙ্গি সুজন ও শফিকুলকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনাসহ দেশের বিভিন্ন থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। দুই জঙ্গিকে আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এনটি