সোমবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার পাটধারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিউলি সলঙ্গা পাটধারী গ্রামের মোতাহার হোসের স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় মাদ্রাসায় অধ্যয়নরত সন্তানকে দেখতে যাচ্ছিলেন শিউলি। পথে পাটধারী এলাকায় রাস্তা পর হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মরদেহ পরিবারের লোকজন নিয়ে যান।
এ ঘটনায় দুপুরে নিহত শিউলীর ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
আরবি/