সোমবার (১৩ মার্চ) দুপুরে রানীশংকৈল উপজেলার মহারাজা কাদিহাট (নয়াবন্দর) এলাকা থেকে তাকে আটক করা হয়। তফিজুল ইসলাম মাটকু রানীশংকৈল উপজেলার মহারাজা কাদিহাট (নয়াবন্দর) গ্রামের পিতা আমিরুল ইসলাম ছেলে।
ঠাকুরগাঁও ডিবি সহকারী উপ পরিদর্শক (এএসআই) রফিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে রানীশংকৈল উপজেলার মহারাজা কাদিহাট (নয়াবন্দর) এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১০০ পিস ইয়াবাসহ মাটকুকে আটক করা হয়।
এ ঘটনায় ঠাকুরগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম উদ্দিন বাদি তার বিরুদ্ধে রানীশংকৈল থানায় মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এনটি