এই প্রদর্শনীর আয়োজন করেছে সেমস্ গ্লোবাল।
সোমবার (১৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের ঘোষণা দেন সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের গ্রুপ প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মিস মেহেরুন এন ইসলাম।
তিনি বলেন, সেমস্ গ্লোবাল আইসিসিতে ১২তম ঢাকা মোটর শো, ৩য় ঢাকা বাইক শো, ২য় ঢাকা অটোপার্টস শো এবং ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো-এর আয়োজন করেছে। এবারের আয়োজনের পর্দা নামবে ২৫ মার্চ। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
মেহেরুন জানান, জাপান, কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ভিয়েতনাম, সৌদি আরব, ভারত ও বাংলাদেশের অটোমোটিভ, কার, বাইক ও অটো যন্ত্রাংশ শিল্পের খ্যাতনামা প্রায় ১৮০টি প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৬০টি স্টল থাকছে প্রদর্শনীতে। যেখানে থাকছে ব্র্যান্ড নিউ গাড়ি, মোটর বাইক, বাস, ট্রাক, বাণিজ্যিক পরিবহন, লুব্রিকেন্ট, সিএনজি রূপান্তরসহ অটো যন্ত্রাংশের বিশাল সমাহার।
তিনি আরও জানান, বাংলাদেশে অটোমোটিভ ও অটো-কম্পোনেন্ট খাতের প্রসারের লক্ষ্যে এই প্রদর্শনীতে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তারা ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবে। প্রদর্শনীটি মোটর ইন্ডাস্ট্রির জন্য একটি ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র্যানকন মটর বাইক লিমিটেডের অ্যাসিস্টেন্ট ম্যানেজার সাফাত ইশতিয়াক, সেমস্ বাংলাদেশ’র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর কামরুল ইসলাম ও হেড অব মার্কেটিং নঈম শরিফ।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ইইউডি/আরআর/আরআই