সোমবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জয় বাঘারপাড়ার বাকড়ি গ্রামের সুধাংশু বিশ্বাসের ছেলে এবং চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
সুধাংশু বিশ্বাস বাংলানিউজকে জানান, সকালে বাড়ির পাশে বাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তায় মোটরসাইকেল চালানো শিখছিল জয়। এসময় একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয় সে।
এ অবস্থায় স্থানীয়রা জয়কে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ব্রাদার বাবুল মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
আরবি/