ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

পবায় তালিকাভুক্ত জঙ্গি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
পবায় তালিকাভুক্ত জঙ্গি গ্রেফতার

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলা থেকে আবু জাফর (৩০) নামে এক তালিকাভুক্ত জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে নওহাটা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাফর উপজেলার দিঘিরপাড়া গ্রামের আবু বক্করের ছেলে।

তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাংগঠনিক কার্যক্রম শুরু করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, জাফর জেলা পুলিশের ১শ' ৩০ নম্বর তালিকাভুক্ত জেএমবি ক্যাডার। দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে জেএমবির সাংগঠনিক কার্যক্রম শুরু করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জাফর ২০০৫ সালের ১৯ জুলাই পবা উপজেলার পুঠিয়াপাড়া এলাকায় নাশকতার পরিকল্পনাকালে আটক হয়েছিলেন। ওই মামলাটি বর্তমানে আদালতে বিচারধীন রয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। জিজ্ঞসাবাদ শেষ হলে রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান পরিমল কুমার ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসএস/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।