ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

হাইমচরে ১৯ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
হাইমচরে ১৯ জেলের কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধনের অপরাধে ১৯ জেলেকে দুই বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসানাত মো. মঈনদ্দিন এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- মুন্সীগঞ্জ জেলার কালিরচর এলাকার মো. মিনার হোসেন (১৯), মো. রাশেদ (১৬), মনির হোসেন (৪০), মজিবুর রহমান (৪২), জাহাঙ্গীর হাওলাদার (২৮), শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার মো. সায়েদ (৩৮), খালেক গাজী (৩৬), ছলেমান (২২), সুমন (২১), নবীর হোসেন (১৬), মো. কুদ্দুস আলী (২০), জবির হোসেন (১৫), মো. মুসা মিজি (৩০), হযরত আলী (২৫), মানছুর আহম্মেদ (২৫), সাদ্দাম (২২), মো. জলিল (২০), আলী নুর (২৫) ও সাব্বির হোসেন (২৩)।

হাইমচর থানা পুলিশ জানায়, রোববার (১২ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে উপজেলা টাস্কফোর্সের সদস্যরা চরভৈরবীসহ আশপাশের এলাকা থেকে অভিযান চালিয়ে ওই ১৯ জেলেদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৩৫ হাজার বর্গমিটার কারেন্ট জাল ও ৩০ কেজি জাটকা জব্দ করা হয়।

ইউএনও আবু হাসানাত মো. মঈনউদ্দিন বাংলানিউজকে বলেন, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা একত্রিত হয়ে রাতে অভিযান চালায়। এসময় জেলেরা সংঘবদ্ধ হয়ে টাস্কফোর্স সদস্যদের ওপর আক্রমন চালানোর চেষ্টা করেন। তাদের সাজা দেওয়ার পর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।