সাভারে ওয়ার্কশপে আগুন লেগে ৪টি বাস পুড়ে ছাই
সাভার, ঢাকা: সাভারের আমিনবাজার এলাকার এফ এ ইঞ্জিনিয়ারিং নামে একটি ওয়ার্কশপে আগুন লেগে চারটি বাস পুড়ে গেছে।
সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ার্কশপে আগুন লাগে। খবর পেয়ে মিরপুর-১০ থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট, কল্যাণপুর থেকে একটি ইউনিট এবং সাভার থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
কিন্তু ততক্ষণে পুড়ে যায় সেখানে থাকা চারটি বাস।
মিরপুর-১০ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. আব্দুল আল আরেফিন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্ট, মার্চ ১৩, ২০১৭
এনটি/এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।