সোমবার (১৩ মার্চ) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় জয়া সেনকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ জাহির আলী।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহির আলী, জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, জাতীয় পার্টির নেতা শরফ উদ্দিন খসরু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবদুর রহমান সেলিম, জাতীয় পার্টি নেতা এইচ এম ফারুক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফখর উদ্দিন আহমদ, লুৎফুর রহমান ইয়াওর, মিজানুর রহমান চৌধুরী সুবা, ইফতেখার হোসেন মঞ্জু, জাপার কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
বর্ষীয়ান রাজনীতিক ও পার্লামেন্টারিয়ান সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে জয়া সেনগুপ্তকে প্রার্থী করা হয়। এ আসনে জয়ার প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু মিয়া।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এনইউ/আরআর/টিআই